আপনার স্বামী/স্ত্রী ও সন্তান-সন্ততি একটি পরীক্ষা। আপনাকে তাদের ব্যাপারে দায়িত্বশীল করা হয়েছে। দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
আপনার উপার্জন হালাল না হলে তারা কেউ দায় গ্রহণ করবে না, যদিও আপনি তাদেরকে সন্তুষ্ট করার লক্ষ্যেই অবৈধ উপার্জনের দিকে হাত বাড়িয়েছেন। বিপদের দিন সবাই আপনার থেকে পালাবে এবং বলবে, আমরা কখনই হারাম পথে চলার জন্য বলিনি।
জান্নাতে স্বামী/স্ত্রী ও সন্তান-সন্ততিসহ একত্রে বসবাস করতে হলে সৎ কাজে সবাইকে পরস্পর সহযোগী হতে হবে।
আসুন, আমরা দুআ করি, আল্লাহপাক যেন আমাদের স্বামী/স্ত্রী ও সন্তান-সন্ততিকে চোখ শীতলকারী বানিয়ে দেন।
ইসলাম ও সমসাময়িক বিষয়ে ব্যক্তিগত ব্লগ
Comments
Post a Comment