একজন মুসলিম হিসেবে আমি বিশ্বাস করি-
আল্লাহপাক আমাকে ক্ষমা করবেন ও জান্নাত দান করবেন।
এই বিশ্বাসের কারণেই আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাই ও বিনয়াবনত হই।
আমি তাঁর নাফরমানি থেকে দূরে থাকি ও সর্বদা অনুগত হয়ে চলার চেষ্টা করি এবং ফরজ ইবাদতসমূহ পালনে কখনো শৈথিল্য করি না।
আমি এটিইও জানি, তাওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। তাই বারবার তাঁরই কাছে ফিরে আসি।
আমি জানি, অতীতের গুনাহের জন্য আল্লাহ তাঁর বান্দাকে হতাশ হতে না করেছেন। তাই আমি বিনয়ী কিন্তু হতাশ নই।
আমি আরো জানি, আল্লাহ ক্ষমাকারী বান্দাকে পছন্দ করেন। তাই আমিও মানুষকে ক্ষমা করতে পছন্দ করি।
আমি স্পষ্ট জানি, আল্লাহ জালেমকে কখনই পছন্দ করেন না। তাই মানুষের প্রতি জুলুমকে আমি ঘৃণা করি।
আমার জানার শেষ নেই। তন্মধ্যে জানি, নিম্নরূপ অপরাধসমূহ একজন মুসলিম কখনই করতে পারে না-
১. মিথ্যা বলতে
২. ওয়াদা-প্রতিশ্রুতি ভঙ্গ করতে
৩. আমানতে খেয়ানত করতে
৪. অশ্লীল ভাষায় তর্ক-বিতর্ক করতে
৫. গীবৎ করতে
৬. মানুষ কষ্ট পায়, এমন সকল কথা-কর্ম ও ঘুষ-দুর্নীতি করতে
হে আল্লাহ! তুমি আমার মৃত্যুকে একজন মুসলিম (অনুগত) অবস্থায় দান করো। আমিন।
ইসলাম ও সমসাময়িক বিষয়ে ব্যক্তিগত ব্লগ
Comments
Post a Comment