জুমার খুতবা ২৬.০২.২০২১ বিসমিল্লাহির রহমানির রহীম মাল্টিপ্ল্যান রেডক্রিসেন্ট সিটি (কুশিয়ারা, পদ্মা ও সুরমা ভবন), মিরপুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা আহমাদুল্লাহ সাঈফ আল্লাহর হামদ ও রসুলুল্লাহ (সা)-এর ওপর দরুদ পাঠের পর আজকের খুতবায় ইমানের ওপর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে সুরা আলে ইমরানের ১১৮-১২০ আয়াত উদ্ধৃত করে বলেন, আপনজন অর্থাৎ নিজ জামায়াতের (মুসলমানদের) বাইরে অমুসলিমদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে আল্লাহপাক স্পষ্ট নিষেধ করেছেন। এরা সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি করবে। মুসলমান তাদের ভালোবাসলেও তারা কখনো মুসলমানদের প্রতি ভালোবাসা পোষণ করে না। এখানে কথাগুলো মদিনার ইহুদিদের প্রসঙ্গে বলা হলেও সকল কুফুরি শক্তি ইসলামের শত্রুতায় একাট্টা। ফলে তাদের থেকে সতর্ক থাকতে আল্লাহ নির্দেশ করেছেন। মুসলমান সকল নবি-রসুলকে (ইবরাহিম (আ), মুসা (আ), ইসা (আ)সহ সকলকে) বিশ্বাস করে এবং সবার প্রতি ভক্তি-শ্রদ্ধা-ভালোবাসা পোষণ করে। কিন্তু আহলে কিতাব (ইহুদি, খ্রীষ্টান) ও মুশরিকরা মুহাম্মদ (সা)-কে কখনই মানে না। তারা প্রকাশ্যে যতটুকু ইসলামের বিরোধিতা করে তার চেয়ে অনেক বেশি অন্তরে হিংসা ও বিদ্...
ইসলাম ও সমসাময়িক বিষয়ে ব্যক্তিগত ব্লগ