বিসমিল্লাহির রাহমানির রহীম যাকাত শব্দের আভিধানিক অর্থ বৃদ্ধি এবং এর আর একটি অর্থ পবিত্রতা, পরিচ্ছন্নতা। নামাযের পরে যাকাত ইসলামের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং একটি আর্থিক ইবাদত। ইসলামী ভ্রাতৃত্বের মধ্যে শামিল হওয়ার জন্য নামাযের সাথে যাকাতও অপরিহার্য- ‘ যদি তারা তাওবা করে এবং নামায কায়েম করে ও যাকাত আদায় করে তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই ’ । যাকাত আদায় না করা মূলত মুশরিকদের কাজ- ‘ ধ্বংস ঐ সব মুশরিকদের জন্য যারা যাকাত আদায় করে না ’ । ইসলামে নামায ও যাকাতের মধ্যে কোন পার্থক্য করার সুযোগ নেই। হযরত খালিদ বিন ওয়ালিদ (রা) বলেছেন- ‘ নামায ও যাকাত একটি অপরটির সম্পূরক, একটি ছাড়া অন্যটি কবুল হয় না ’ । রাসূল (সা)-এর ইন্তেকালের পরে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলে আবু বকর (রা) অস্বীকারকারীদেরকে মুরতাদ (ধর্মত্যাগী) ঘোষণা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। সমাজে নামায কায়েম ও যাকাত আদায় রাষ্ট্রসরকারের দায়িত্ব হলেও মুসলমানরা স্ব-উদ্যোগে মসজিদ নির্মাণ করে নামাযের ব্যবস্থা করলেও যাকাত আদায়ের তেমন সামষ্টিক উদ্যোগ নেই। মানুষের ধারণা সম্পদ থেকে যাকাত আদায় করলে তার সম্পদ কমে যাবে। অথচ ...
ইসলাম ও সমসাময়িক বিষয়ে ব্যক্তিগত ব্লগ