জুমার খুতবা ২৬.০৫.২০২৩ বিসমিল্লাহির রহমানির রহিম মাল্টিপ্ল্যান রেডক্রিসেন্ট সিটি (কুশিয়ারা, পদ্মা ও সুরমা ভবন), মিরপুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা আহমাদুল্লাহ সাইয়াফ শুরুতে আল্লাহপাকের হামদ ও রসুলুল্লাহ সা.-এর প্রতি দরুদ ও সালাম পেশ করেন। তিনি বলেন, মুমিনরা সবসময় আখিরাতকে অগ্রাধিকার প্রদান করে। পক্ষান্তরে কাফিররা দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকে। তাদের কাছে হালাল-হারাম বড়ো কথা নয়। কীভাবে সম্পদের পাহাড় গড়ে তোলা যায় এবং দুনিয়ায় প্রাধান্য বিস্তার করা যায় সে চেষ্টায় সবসময় নিজেকে নিয়োজিত রাখে এবং মানুষের প্রতি জুলুম-নির্যাতনে পিছপা হয় না। তারাও কিছু ভালো কাজ করে এবং সেটার পেছনে থাকে নাম-যশ ও খ্যাতি। মারা গেলে বড়ো জৌলুস করে খানাপিনার আয়োজন করে। মানুষ মারা গেলে তাদের প্রিয়জন মৃতের জন্য ইসালে সওয়াব করতে পারে (মৃতের জন্য সওয়াব পৌঁছানো)। আজকের জুমা আলোচনায় খতিব মহোদয় সুন্নাত সমর্থিত ইসালে সওয়াব নিয়ে আলোচনা করেন। আজকের আলোচনায় তিনি কুরআন ও হাদিস থেকে প্রচুর উদ্ধৃতি পেশ করেন। প্রথমত : দোয়া করা ইসালে সওয়াবের জন্য প্রথম করণীয় হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করা। জীবিতদের কাছ...
ইসলাম ও সমসাময়িক বিষয়ে ব্যক্তিগত ব্লগ