পর্দানশীন মহিলা মানেই সম্ভ্রান্ত এবং তারা কারো দ্বারা উত্যক্ত হন না। এটি আল্লাহর প্রতিশ্রুতি।
‘হে নবি, তুমি তোমার স্ত্রী, মেয়ে ও মুমিন নারীদের বলো, তারা যেন তাদের নিজেদের ওপর চাদরের কিয়দাংশ টেনে দেয়, এতে করে তাদের চেনা সহজ হবে এবং তাদের কোনোরকম উত্যক্ত করা হবে না, আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও পরম দয়ালু’- সুরা আহজাব ৫৯।
আমার জিজ্ঞাসা-
যারা বোরকা পরে বা পর্দা মেনে চলে তারা কি কখনো বখাটে দ্বারা হেনস্থা হয়েছেন?
আমার বিশ্বাস, পর্দানশীন মহিলারা নিরাপদ। আমার স্ত্রী বা মেয়ে বা নিকটবর্তী কারো কাছ থেকে কখনো আপত্তিকর কিছু শুনিনি।
এখানে বোরকা পরা বা পর্দা মানাটা আল্লাহর পক্ষ থেকে একান্ত ফরজ হিসেবে যারা মানেন তাদের প্রসঙ্গেই বলছি।
কোনো মহিলা পর্দা মানা শুরু করলে পর্দা লঙ্ঘনজনিত কবিরা গুনাহ আশা করা যায় আল্লাহ তায়ালা ক্ষমা করবেন। তওবা অর্থ ফিরে আসা। আসুন, আমরা পর্দা মেনে নিজে বাঁচি ও অভিভাবককে বাঁচাই।
Comments
Post a Comment