আফতাবনগর মসজিদে আজ মাগরিব নামাজ আদায় করলাম। ইমাম সাহেব ইমাম বুখারি রহ. সংকলিত আল আদাবুল মুফরাদ থেকে আব্দুল্লাহ ইবনে মাসুদ রা. বর্ণিত একটি হাদিস আলোচনা করলেন।
আব্দুল্লাহ ইবনে মাসুদ রা. রসুলুল্লাহ সা. -কে জিজ্ঞাসা করেন, ইয়া রসুলুল্লাহ সা. সর্বোত্তম আমল কোনটি?
তিনি জবাবে বলেন, ওয়াক্ত মতো সালাত আদায় করা।
তিনি আবার জিজ্ঞাসা করেন, এরপর কোনটি? জবাবে রসুলুল্লাহ সা. বলেন, পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা।
তিনি আবার জিজ্ঞাসা করেন, এরপর কোনটি? জবাবে রসুলুল্লাহ সা. বলেন, আল্লাহর পথে জিহাদ করা।
আল্লাহপাক হাদিসটি আমল করার তৌফিক আমাদের দান করুন।
Comments
Post a Comment