Skip to main content

সন্তান-সন্ততি আল্লাহপাকের বড়ো নেয়ামত

 আমার মা'র নয় ছেলেমেয়ে ও ২৭ নাতি-নাতনি। এই নাতি-নাতনি থেকে আবার কতো? যেমন- আমার মেয়ের ঘরের তাসিফা ও আহমাদ এবং ছেলের ঘরের মাহের, ফুরকান, হুমাইশা (এমন সব ভাইবোনের) সবমিলে হিসাব করতে সময় লাগবে। এরা সবাই সন্তান। মহান আল্লাহপাক বাবা-মাকে ক্ষমা করার একটি সহজ উপায় জানিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে বাবা-মার জন্য দোয়া করতে হবে। বড়ো বিষয় হলো, দোয়া করার ভাষাও তিনি বলে দিয়েছেন। যিনি দোয়া কবুল করবেন তিনিই আবার ভাষা শিখিয়ে দিয়েছেন- এই দোয়া কি ব্যর্থ হতে পারে? না, ব্যর্থ হতে পারে না, দোয়া কবুলের পরিপূর্ণ  নিশ্চয়তা রয়েছে। 

রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি ছগিরা- আসুন আমরা সুযোগ পেলেই আমাদের বাবা-মা, দাদা- দাদি, নানা-নানির জন্য আল্লাহর কাছে তাঁরই শেখানো ভাষায় দোয়া করি। 

ভাড়া করে দোয়া নয়, দোয়া হবে নিজের থেকে ও স্বতঃস্ফূর্তভাবে। এজন্য প্রয়োজন সন্তানকে দোয়াকারী নেক সন্তান হিসেবে গড়ে তোলা। আল্লাহপাক সন্তান দ্বারা আমাদের চোখ শীতল করে দিন। আমিন।

★ গতকাল আমার মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রজেউন। আমার মা'র জন্য সবার কাছে দোয়া চাই।

Comments