Skip to main content

গীবতের দ্বারা নিজের ক্ষতি ও শত্রুর কল্যাণ হয়।

সাধারণত মানুষ যাকে শত্রু বিবেচনা করে বা অপছন্দ করে তারই গীবত করে। গীবত তাই, যে দোষ তার ভাইয়ের মধ্যে আছে তা তার অসাক্ষাতে বলা। যে ত্রুটি কারো মধ্যে নেই অথচ তা বানিয়ে বলা মিথ্যা অপবাদ, জঘন্যতম অপরাধ। গীবত যিনা অপেক্ষাও জঘন্য। কুরআনের ভাষায় মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। বিচারের দিন দেখা যাবে গীবতকারী আমলশূন্য অবস্থায় এবং যার গীবত করা হয়েছে তার আমলনামা নেকিতে পূর্ণ। হিংসা-বিদ্বেষ থেকেই হয় গীবত। আল্লাহপাক আমাদেরকে হিংসা-বিদ্বেষ ও গীবত থেকে হেফাজত করুন।

Comments