কুচিয়ামোড়া বাজার জামে মসজিদ
০৫ মার্চ ২০২১
বিসমিল্লাহির রহমানির রহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আল্লাহপাকের দরবারে লাখো শুকরিয়া, তিনি দয়া করে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ তায়ালার একান্ত অনুগ্রহ যে তিনি তাঁর অগণিত বান্দার মাঝ থেকে তাঁর ঘরে হাজির হওয়ার জন্য আমাদের বাছাই করেছেন। আলহামদু লিল্লাহ। আমরা সকল কাজে তার শুকরিয়া আদায় করবো। আল্লাহপাক তাঁর কৃতজ্ঞ বান্দাদের জাহান্নামে দেবেন না ইনশা-আল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশের উপায় হলো মুখে উচ্চারণের পাশাপাশি কাজেকর্মে তাঁর সকল নাফরমানি পরিহার করে চলা।
সম্প্রতি আমাদের বাজারে কয়েকটি স্বর্ণদোকানে চুরি হয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সুদ-ঘুষ, দুর্নীতি একটি মুসলিমপ্রধান দেশে স্বাভাবিক নয়। ইউরোপ-আমেরিকা নাছারাদের দেশ, আমরা তাদের কাফের হিসেবে জানি। সেসব দেশে আমাদের মতো চুরি-ডাকাতি, ঘুষ-দুর্নীতি নেই। অথচ আমরা বিশ্বাসী জাতি। আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস করি। কিন্তু কাজেকর্মে তার প্রতিফলন নেই। ইমান ও আমল পরস্পর সম্পর্কিত। জমিনে বীজ বপন করলে গাছ বেরুবে। গাছ না বেরুলে বুঝতে হবে বীজটি পচা বা কোনো পাথরখণ্ডের নিচে চাপা পড়েছে।
কেউ যদি যথার্থই বিশ্বাসী হয় তাহলে তার দ্বারা কখনই কোনো অন্যায়-অপকর্ম সম্ভব নয়। বিশ্বাসী বান্দার কাছ থেকে কোনো মানুষ প্রতারিত বা ক্ষতিগ্রস্ত হতে পারে না। একজন বিশ্বাসী বান্দা জানে, তার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হলে তাকে আখেরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিশ্বাস মানুষকে সৎ হতে বাধ্য করে। একটি উদাহরণ দিলে বোঝা যাবে। দুধে এন্ড্রিন মেশায়ে আমি যদি বলি, এই দুধে বিষ আছে। আমার কথা বিশ্বাস করলে কেউ কি সেই দুধ খাবে? কখনই নয়, মেরে ফেললেও না। এরই নাম বিশ্বাস। আমাদের প্রিয়তম নবি মুহাম্মদ (সা) বলেছেন, ‘ঘুষ দানকারী ও গ্রহণকারী উভয়ই জাহান্নামি।’
আমাদের দেশে ঘুষ-দুর্নীতি ব্যাপকতা লাভ করেছে। এখন পুকুরচুরি নয় সাগরচুরি হচ্ছে। কোটি টাকা নয় শত কোটি, সহস্র কোটি টাকা লুটপাট হচ্ছে। এই ঘুষখোর ও দুর্নীতিবাজরা মুহাম্মদ (সা)-কে কখনই রসুল হিসেবে বিশ্বাস করে না ও পরকালও বিশ্বাস করে না। এই আচরণ প্রমাণ করে, তারা পরকালে অবিশ্বাসী নিরেট নাস্তিক বৈ আর কেউ নন।
আমাদের লেনদেনের সাথে সাথে আচার-আচরণেও বিশ্বাসের প্রতিফলন নেই। আজ নিজের পিতা-মাতাও নিরাপদ নয়। অথচ আল্লাহ বলেছেন, তাদের সম্মুখে উহ্ শব্দটিও উচ্চারণ করো না। সবসময় নত হয়ে থাকতে বলা হয়েছে। হাদিসে বলা হয়েছে, তাদের সেবা-যত্নের মধ্যে রয়েছে জান্নাত। আত্মীয়-স্বজনসহ সকলের সাথে সদাচরণ করা ইসলামের শিক্ষা। অসদাচরণকারী সম্পর্কে আল্লাহপাক হুশিয়ার করে দিয়েছেন। সুরা হুমাজায় তিনি বলেছেন, নিশ্চিত ধ্বংস তাদের জন্য যারা মানুষকে সামনা-সামনি গালাগাল করে ও পেছনে দোষ প্রচার করে। এদের জন্য রয়েছে হুতামা, আল্লাহর আগুন এবং এই হলো জালেমদের ঠিকানা।
গুম, খুন, নিপীড়ন-নির্যাতনের সাথে যারা সংশ্লিষ্ট তারা কেউ মোমেনও নয়, মুসলমানও নয়। রসুলুল্লাহ (সা) বলেছেন, ঐ ব্যক্তি মোমেন নয়, মোমেন নয়, মোমেন নয় যার হাত ও মুখের অনিষ্ট থেকে অন্যরা নিরাপদ নয়। বর্তমানে ইমানদার জনগোষ্ঠী নানাভাবে অত্যাচারিত হচ্ছে। কুরআন-হাদিসের কথা বলাও সম্ভব নয়। অনেক সময় কুরআনের মাহফিল পণ্ড করে দেয়া হচ্ছে। নিরেট কাফের ছাড়া কেউ এমন আচরণ করতে পারে না। সুরা বুরুজে আল্লাহ বলেছেন, যারা ইমানদার নর ও নারীকে কষ্ট দেয়, অতঃপর তাওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আজাব, আছে ভস্ম হওয়ার শাস্তি। আসলে পরকালের প্রতি কিছু লোকের বিশ্বাস দুর্বল হয়ে গেছে বা পুরোপুরি বিশ্বাসহারা হয়ে পড়েছে।
আমরা প্রতিনিয়ত মৃত্যু দেখছি। মাইকে প্রায়ই কানে আসে, একটি শোক সংবাদ। মৃত্যুর ক্ষেত্রে যুবক-বৃদ্ধ নেই। আমাদের সবারই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার। আল্লাহও হুশিয়ার করে দিয়েছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মসজিদ থেকে নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। মৃত্যুর পরে পুনরায় ফিরে আসা বা তাওবা করার কোনো সুযোগ নেই। তাই এখনই আল্লাহর সকল নাফরমানি থেকে তাওবা করা দরকার। হতাশ হওয়ার কারণ নেই। তাওবার দরজা উন্মুক্ত। কিন্তু মৃত্যুর সাথে সাথে সব শেষ।
এবারে করোনা সারা বিশ্বকে গভীরভাবে নাড়া দিয়েছে ও মৃত্যুভয়ে কাতর করেছে। আল্লাহপাক বাংলাদেশের প্রতি রহম করেছেন। আমাদের সাড়ে আট হাজার এবং বিশ্বে প্রায় ২৬ লাখ ইতোমধ্যেই ইন্তেকাল করেছে। ইউরোপ-আমেরিকার অবস্থা বড় করুণ। করোনা সহজে দূর হবে না। আপনারা সতর্ক থাকবেন। ঘর থেকে বের হলে আমি সবসময় মাস্ক ব্যবহার করি ও টিকা নিয়েছি। কতজন টিকা নিয়েছেন জানতে চাইলে মাত্র দুইজন পাওয়া গেল। সরকার ৪ ডলারে ক্রয় করে আমাদের ফ্রি দিচ্ছে। আপনাদের ক্রয় করতে হলে ৫/৬ শত টাকা লাগতো। এই সুযোগটা সবাই গ্রহণ করুন।
আমি মনে করি, সরকারের যে কোনো নির্দেশ যদি তা কুরআন-হাদিসের পরিপন্থি না হয় দেশের নাগরিক হিসেবে তা মেনে চলা কর্তব্য। তাই আপনারা অবহেলা না করে দ্রুত টিকা গ্রহণ করুন। আল্লাহপাক করোনার মতো মহামারি থেকে বিশ্ববাসীকে হেফাজত করুন।
ইসলাম ও সমসাময়িক বিষয়ে ব্যক্তিগত ব্লগ
Comments
Post a Comment