Skip to main content

Posts

Showing posts from July, 2023
 হাদিসের পাঠ ঈমানদারদের উপর জুলুম-নির্যাতন স্বাভাবিক  হুমায়দী রহ. বর্ণনা করেন, খাব্বাব রা. বলেন, আমি একবার নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর খেদমতে হাজির হলাম। তখন তিনি তাঁর নিজের চাদরকে বালিশ বানিয়ে কাবাগৃহের ছায়ায় বিশ্রাম গ্রহণ করছিলেন। যেহেতু আমরা মুশরিকদের পক্ষ থেকে কঠিন নির্যাতন ভোগ করছিলাম। তাই আমি বললাম, আপনি কি আমাদের (শান্তি ও নিরাপত্তার জন্য) আল্লাহর কাছে দোয়া করবেন না? তখন তিনি উঠে বসলেন এবং তাঁর চেহারা রক্তিম বর্ণ হয়ে গেল। তখন তিনি বললেন, তোমাদের পূর্ববর্তী  ঈমানদারদের মধ্যে কারো কারো শরীরের হাড় পর্যন্ত সমস্ত মাংস ও শিরা উপশিরাগুলি লোহার চিরুনি দিয়ে আঁচড়ে বের করে ফেলা হতো। কিন্তু এসব নির্যাতনও তাদের দীন থেকে বিমুখ করতে পারতো না। তাঁদের মধ্যে কারো মাথার মধ্যবর্তী স্থানে করাত স্থাপন করে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। কিন্তু এ নির্যাতনও তাঁদেরকে দীন থেকে ফেরাতে পারতো না। আল্লাহর কসম, আল্লাহ্ তা’আলা অবশ্যই দীনকে পরিপূর্ণ করবেন, ফলে একজন উষ্ট্রারোহী সান’আ (শহর) থেকে হাযারামাউত পর্যন্ত একাকী ভ্রমণ করবে। আল্লাহ্ ব্যতীত অন্য কাউকে সে ভয় করবে না। বুখারি। খাব্বাব ইবনে আর...

পুরনো দিনের স্মৃতি

আমাদের আদিবাস জুনিয়াদহ ইউনিয়নের গাছিয়া দৌলতপুর গ্রামে। পরবর্তী সময়ে আমরা পার্শ্ববর্তী বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা হই। ছাত্রজীবন ও কর্মজীবনের নানা ব্যস্ততার কারণে গ্রামে যাওয়া হলেও গ্রামের সেই স্মৃতিবিজড়িত গাছিয়া দৌলতপুর জামে মসজিদে যাওয়া হয়ে উঠে না। গতবছর সেখানে উপস্থিত হলে সবাই খুব উৎফুল্ল হয়ে উঠেন। আবার গতকাল গিয়েছিলাম। সেখানে দাদা ডাকার একজনকে পেলাম এবং কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম আলিয়া মাদ্রাসায় অধ্যয়নরত তাঁর ছেলেই মসজিদের ইমাম। চাচাদের সংখ্যাও কম। আমার আব্বার প্রতি ভালোবাসা ও মুহাব্বতের কারণেই আমাদেরকে মানুষ সম্মান করে। আমার আব্বা ছিলেন ঐ মসজিদের খতিব ও সেক্রেটারি। ষাটের দশকে আব্বার উদ্যোগে টিনের ঘর থেকে বিল্ডিং হয়। আনসার আলী মিস্ত্রীর হাতে মসজিদটি নির্মিত হয়। বর্তমানে এটি দৃষ্টিনন্দন মসজিদে রূপ নিয়েছে নামাজ শেষে আমাদের বন্ধু (১৯৭০ ব্যাচের শিক্ষার্থী) মো. নজরুল ইসলামকে সাথে করে অসুস্থ আমাদের সিনিয়র কাকা মনোরঞ্জন চন্দ্র সরকারকে (সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) দেখে আসলাম। সেখান থেকে চাচাতো ভাইদের বাড়ি, গ্রামে সবচেয়ে বয়স্কা এক দাদি ও এক চাচাক...