আল্লাহপাক ও তাঁর রসুল সা. মুসলমানদের যেভাবে উপস্থাপন করেছেন তাতে বোঝা যায় মানবজাতি নয়, সৃষ্টির কোনো অকল্যাণ হয় বা সমাজে শান্তি-শৃঙ্খলা ব্যাহত হয় এমন কোনো কাজ মুসলমানদের দ্বারা সম্ভব নয়। সমাজের জন্য ক্ষতিকর এমন সকল কর্মকাণ্ড ইসলামে হারাম। মিথ্যা-শঠতা-ধোকা-প্রতারণা, চুরি- ডাকাতি-ছিনতাই, সুদ-ঘুষ-দুর্নীতি, ওয়াদা-প্রতিশ্রুতি ভঙ্গ, আমানতে খেয়ানত সবই নিষিদ্ধ এবং কেহ যদি এসব অনৈতিক ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয় তাহলে সে শাস্তির সম্মুখীন হবে। এ হলো ইসলামের দৃষ্টিভঙ্গি। কেহ যদি নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে চায় এবং জান্নাতের প্রত্যাশী হয়, তাহলে তাকে অবশ্যই জনস্বার্থবিরোধী সকল অন্যায়-অপকর্ম থেকে দূরে থাকতে হবে। কুরআনের বাণী, নিশ্চিত ধ্বংস তাদের জন্য যারা মানুষকে সামনা-সামনি গালাগাল ও পেছনে দোষ প্রচার করে। রসুলুল্লাহ সা.-এর উক্তি, ঐ ব্যক্তি মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয় যার হাত ও মুখের অনিষ্ট থেকে অন্যরা নিরাপদ নয়। একটু চিন্তা করুন! একটু গালি দিলে বা অসাক্ষাতে নিন্দা করলে যদি নিশ্চিত ধ্বংস হয় তাহলে কাউকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া কি কখনো একজন মুসলিমের পক্ষে সম্ভব? সমাজে শান্তি-শৃঙ...